আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, ইমানুয়েল ম্যাক্রোঁকে সামনে পেলে তিনি হত্যা করতেন। সোমবার রাতে এক সমাবেশে এই মন্তব্য করেন লিয়াকত হোসেন খোকা। তার এই বক্তব্যের ১৩ মিনিটের একটি ভিডিও সংসদ সদস্য তার ফেসবুক পেইজে আপলোড করেছেন।
হেফাজতে ইসলামী প্রয়াত আমীর শাহ আহমদ শফীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে লিয়াকত হোসেন খোকা বলছেন, "আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা ক'টূ'ক্তি করবে, ব্য'ঙ্গ করবে, আমি মুসলমান হিসেবে বলতে চাই, আমি কোন সংসদ সদস্য না এখন, .... ফ্রান্সের প্রধানমন্ত্রীকে (প্রেসিডেন্ট) বলতে চাই, আজকে তুই যদি আমার সামনে থাকতি, আমি তোকে হ'ত্যা করতাম। হ'ত্যা করে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতাম।"
নারায়ণগঞ্জ সামাবেশের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে লিয়াকত হোসেন খোকা বলেন তিনি তার বক্তব্য সম্পর্কে এখনো অনড় আছেন। তিনি বলেন, ''মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার বক্তব্যে অনড় থাকবেন।'' একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। প্রকাশ্য জনসভায় কাউকে হ'ত্যার করার ইচ্ছে প্রকাশ করে তিনি আইন ভঙ্গ করেছেন কি না?
এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি একজন মুসলমান এবং আল্লাহর বান্দা এবং নবীর উম্মত হিসেবে এটা বলেছি। নবীর ব্যাপারে কোন আপোষ নাই। আমি বক্তব্যের সময় বলেছি, আমি সংসদ সদস্য হিসেবে না, আমি একজন মুসলমান হিসেবে বলছি, নবীর উম্মত হিসেবে বলছি।"
লিয়াকত হোসেন খোকা জাতীয় পার্টির একজন সংসদ সদস্য। বাংলাদেশের জাতীয় সংসদের ওয়েবসাইটে লেখা রয়েছে এনিয়ে তিনি দুইবার সংসদ সদস্য হয়েছেন এবং তার পেশা ব্যবসা। তিনি নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ -৩ আসনটি। সূত্র : বিবিসি বাংলা