 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নিউজ ডেস্ক : ‘হিন্দু-মুসলমান ক্ষেপিয়ে মনে করেছে, শামীম ওসমান অনেক বড় গুণ্ডা। না, তিনি প্রকৃত অর্থে একটি ছিচকে গুণ্ডা। সাহস নেই। তিনি সাহস থাকলে আমার সাথে লড়ুক। যদি সৎ সাহস থাকে, তাহলে আসুক আমার সাথে। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, সামনে আসুক।’
আলী আহম্মেদ চুনকা পাঠাগার মিলনায়তনে শনিবার রাতে একটি অনুষ্ঠানে একথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী। জেলা নাট্য সংস্থা ওই অনুষ্ঠানের আয়োজন করে।
তার ভাষ্য, ‘ওই জিউস পুকুর নিয়ে, ফতোয়া দিয়ে, সিধুর পড়েছি, হিন্দু হয়ে গেছি; এই ধরণের কথা বার্তা এই যুগের মানুষ এখন খায় না। এটি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। এখন ছেলে-মেয়েরা সারা দুনিয়ার তথ্য ঘরে বসে বের করে ফেলে। এখানে দখলদারিত্ব আর দখলের জায়গা নেই।’
মেয়র আইভী বলেন, ‘বাগে জান্নাত মসজিদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিজস্ব জমিতে। আপনি অবৈধভাবে সিটির জায়গায় মসজিদ করে রাখবেন। ওয়াক্ফ করার কী প্রয়োজন নেই। ওয়াক্ফ ছাড়া কী নামাজ হয়। আপনারাই বলেন। ওফাক্ফ ছাড়া আপনারা নামাজ পড়ছেন। আমরা বলেছি, এটিকে বৈধভাবে করে দেই। সেখানে কার বাড়া ভাতে ছাই পড়লো। কেন পানি ঘোলা করা হচ্ছে।’
মেয়র আরো বলেন, ‘পাঁচ বছর পর পর নাটক মঞ্চস্ত করতেই হয়। ওই নাটকে এবার আসছে জিউস পুকুর ও মসজিদের পর্ব। আমি মসজিদ ভাঙ্গবো কী কারণে? যেখানে আমি ৬টি মসজিদ করে দিয়েছি। শেখ রাসেল পার্কের পাশেই আরেকটি বড় মসজিদ সরকার করে দিচ্ছে। আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে সহযোগিতা করছি। শুনেন মিথ্যা কিন্তু বেশি দিন টিকে থাকে না। সত্য আসবেই। আমি সত্য কথা বলি, মিথ্যা কথা কোনো দিন বলি না। আমি সত্য কথা বলি সব সময়। কাজ করি, মানুষকে সম্মান করি।’
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী ওবায়েদ উল্লাহ, বর্তমান প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর প্রমুখ। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার সভাপতি মীর আনোয়ার হোসেন।