নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, বলেছিলাম খেলা হবে। সেই খেলার একটা আজকে হলো, এরপর আরও অনেক রকমের খেলাও হবে। খেলায় আমরাই জিতবো। না, কোনো রাজনৈতিক মঞ্চের বক্তব্য নয়, শামীম ওসমানের আজকের এই ‘খেলা’ ছিল গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ নিয়ে।
মঙ্গলবার বিকালে ডিক্রিরচর গুদারাঘাট এলাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শামীম ওসমান।
শামীম ওসমান সেখানে বলেন, এভাবে সরাসরি নৌকা বাইচ খেলা আমি জীবনে প্রথম দেখলাম। খেলাটি দেখে আনন্দ লেগেছে, ভালো লেগেছে। এখন থেকে আমাদের গ্রামীণ নৌকাবাইচ, হাডুডু, কাবাডি, সাঁতার সবগুলো খেলা হবে। আমরা সব খেলায় জিতবো। আমি ছোট্ট একটি মানুষ একসময় বলেছিলাম- খেলা হবে, ওই খেলা আজকে হয়েছে। এমন আরও অনেক খেলাই হবে।
নৌকা বাইচে আটটি ইউনিয়নের আট দল অংশ নেয়। এতে প্রথম হয়েছে এনায়েত নগর, দ্বিতীয় কুতুবপুর ও তৃতীয় বক্তাবলী ইউনিয়ন। বিজয়ীদের তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকার চেক এবং ট্রফি দেওয়া হয়।