বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ১০:৫৯:২০

কোরআনের তাফসির ও হাদিস শুনিয়ে দ্বিনের পথে আসার দাওয়াত দিলেন শামীম ওসমান

কোরআনের তাফসির ও হাদিস শুনিয়ে দ্বিনের পথে আসার দাওয়াত দিলেন শামীম ওসমান

এমটি নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিয়ে তাদের পবিত্র কোরআনের তাফসির ও হাদিস শুনিয়ে দ্বিনের পথে আসার দাওয়াত দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় সরকারি তোলারাম কলেজে ইফতার মাহফিলে অংশ নেন শামীম ওসমান।

এ সময় তিনি হাদিস ও কোরআনের বিভিন্ন সুরার আয়াত বাংলায় তরজমা করে ছাত্রলীগ নেতৃবৃন্দকে শোনান।  শামীম ওসমান বলেন, 'একটা জিনিস মনে রাখবা। ধর্মটা আসবে তোমার অন্তর থেকে। তোমরা যারা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোক। আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। তোমার আচার কেমন তোমার ব্যবহার কেমন। একটা লোক সে যে ধর্ম বা জাতিরই হোক। তুমি যদি তাকে সম্মান করো তাহলে আল্লাহও তোমাকে সম্মান করবে। ' 

তিনি বলেন, 'একটা গরিব লোক ধরো, আমি প্রতিদিন দেখি বৃদ্ধ লোক রিকশা চালাচ্ছে। নারায়ণগঞ্জে বেশি দেখি না, ঢাকায় থাকলে দেখি। আমার খুব কষ্ট লাগে। তারা রিকশায় প্যাডেল দিচ্ছে আর মনে হচ্ছে যে দমটা বেরিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখে যদি আমার ভেতর থেকে আহা আসে। তখন সাথে সাথে ৭০ জন ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ তোমার এই বান্দা তোমার ওই বান্দার কষ্ট দেখে এত কষ্ট পাচ্ছে তুমি তাকে কখনো এই কষ্ট দিও না। তুমি কিছু করতে না পারো কোরো না। তোমার যদি তার জন্য ফিলিংস কাজ করে দেখবা আল্লাহ তোমাকে ওই কষ্টটা দিবে না। '

তিনি আরো বলেন, 'আমরা কেউ অটোমেটিক্যালি আসি নাই। আমরা মাতৃগর্ভ থেকে এসেছি। আমিই তোমাদের অনুরোধ করব সৃষ্টিকর্তার প্রতি তোমরা বিশ্বাস রেখো এবং যাদের মা-বাবা আছে তারা মা-বাবার সেবা কোরো, যখন থাকবে না তখন কিন্তু আর পারবে না। '

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে