এমটি নিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘সামনে নাশকতা হবে। নাশকতার জন্য প্রচুর টাকা ঢুকে গেছে। এমন নাশকতা হতে পারে যে বিএনপির মধ্যম সারির নেতাদের মেরে ফেলা হতে পারে।
সেই দোষ আমাদের ওপরে চাপিয়ে দিতে পারে। কয়েকদিন আগে এমন ঘটনা ঘটেছে। বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন (জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ) অল্পের জন্য বেঁচে গেছে।
পরে জানা গেছে, এই এলাকার এক সময়ের এমপি ছিলেন যার হাতে আমাদের বহু লোক মারা গেছে, তার ছোট ছেলে জড়িত থাকার বিষয়টি স্বীকারোক্তিতে উঠে এসেছে। এই খেলা কিন্তু নারায়ণগঞ্জে নতুন না।’
শুক্রবার (১৯ আগস্ট) নারায়ণগঞ্জের ফতুল্লার ডিআইটি মাঠে শোক দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ারি উচ্চারণ করে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে আমাদের ৪৯ জন মানুষ মরেছে। ধৈর্যের একটা সীমা আছে। লেভেল ক্রস করবেন না।
আমি নেত্রীর কথা শুনি, তাই নারায়ণগঞ্জ ঠান্ডা আছে। আপনারা যে ভাষায় খেলবেন, আমরা সে ভাষায় খেলবো এবং জিতবো আমরা। খেলেন যত খুশি খেলেন। বেশি বাড়াবাড়ি করবেন না।
বাড়াবাড়ি করলে মা বইলা গো বলার সুযোগ পাবেন না। তবে কিছু ক্ষয় হবে কিছু ডালপালা ভাঙবে। কিছু ক্ষতি হবে। তারপরও ২০২৪ সালে ইনশাআল্লাহ শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবে। ওই টুকু খোঁজখবর নিয়ে রাজনীতি করি।’
এই সংসদ সদস্য বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন আমাদের স্বপ্ন ও ভবিষ্যৎ। ঠিক তেমনই শেখ হাসিনা আমাদের সন্তানদের ভবিষ্যৎ। ওনাকে যদি আঘাত করে এই দেশ এমন জায়গায় যাবে সেখান থেকে আদৌ আমরা উঠে আসতে পারবো কিনা জানি না।
ওরা রাজপথ দখল নিতে চায়। রাজপথ দখলে নেবে নিক। কিন্তু আমার নেত্রীকে গালি দেবে, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙতে চাইবে, ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ডুবিয়ে দিতে চাইবে আর আমরা কী চুপ করে বসে থাকবো নাকি?’
তিনি বলেন, ‘প্রতিবাদের ধরন এমন হতে হবে সামনে যাতে গালি দেওয়ার সময় না পায়। নারায়ণগঞ্জে অনেকে বলতেছে- শামীম ওসমানের দুই গালে জুতা মারো তালে তালে। বলুক আমার গায়ে লাগে না।
কিন্তু আমার মাকে নিয়ে বললে ছাড় দেওয়া হবে না। তাই এই ধরনের কথা বলে যারা হুমকি দিতে চায়, রাজপথ দখল করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাজপথ শেখ হাসিনার কর্মীদের দখলে থাকবে ইনশাআল্লাহ। ওরা আমার নেত্রীকে মারার হুমকি দেবে, দেশ ধ্বংসের হুমকি দেবে আর আমরা কী নারায়ণগঞ্জে বসে দেখব শুধু।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে এই এমপি বলেন, ‘লন্ডনে বসে বসে নেতাকর্মীদের পরামর্শ দেয়। ভালো, নেতা মানা ভালো। যেই নেতা তার মায়ের জন্য আসে না, মা মরে মরে অবস্থা সেই মায়ের জন্য যে-ই নেতা দেশে আসে না সেই নেতা দেশের মানুষের জন্য কীভাবে আসবে। তিনি আসলেন না, তার স্ত্রীও আসেনি। তার মেয়ে দাদিকে দেখতে আসেনি।’
শামীম ওসমান বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দাঁড়িয়ে গিয়েছে। এরপর কী হলো? দেশকে অস্থিতিশীল করার জন্য রোহিঙ্গাদের পাঠানো হলো, তাদের আশ্রয় দেওয়া হলো। এরপর এলো ক'রোনা মহামারি, সেটা নিয়েও বলা হলো ১০ লাখ লোক মারা যাবে।
দেশের মানুষ বিনা পয়সায় টিকা নিয়েছে এবং কঠিন সময় মোকাবিলা করেছে। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে যে সংকট তৈরি হয়েছে তা ওনার (শেখ হাসিনা) পক্ষে সমাধান করা সম্ভব নয়।
এই সংকটের সময়ে বিএনপির ফখরুল সাহেবরা আওয়ামী লীগকে উদ্দেশ করে বললেন, আর কয়েকদিন পরে চোখে সরশে ফুল দেখবেন। কেন দেখবো? কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে।
বাংলাদেশ যদি দেউলিয়া হয়ে যায় ওনার তো খুশি হবার কথা না। এই খুশিটা কারা হয়। ১৯৭১ সালে পাক বাহিনীরা মা-বোনের ইজ্জত নিয়েছিল, তাদের যারা সহায়তা করেছিল সেই রাজাকার, আলবদররা খুশি হয়।’