এমটি নিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আসুন সবাই এক হই। এক হয়ে মাঠে নামি প্রমাণ করি-এই নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর নারায়ণগঞ্জ ছিল আছে থাকবে। আসুন আমরা প্রমাণ করি নেত্রীর উপর আঘাত আসলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের উপরে কোনো শক্তি নাই।
শনিবার নারায়ণগঞ্জের বন্দরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।
এ সময় শামীম ওসমান বলেন, ২০২৪ সালের জানুয়ারিতে যে নির্বাচনে হবে সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এর আগে কিছু আঘাত আসবে, ষড়যন্ত্র হচ্ছে সেটা মোকাবেলা করতে হবে।
আগামী ২৭ আগস্ট নারায়ণগঞ্জে সমাবেশ করবেন জানিয়ে তিনি বলেন, ২৭ তারিখ সমাবেশ হবে। নারায়ণগঞ্জের সব স্বাধীনতার স্বপক্ষের লোকদের এক মঞ্চে চাই। মঞ্চে উনারা বক্তব্য দিবেন আমি নিচে দাঁড়িয়ে কর্মীদের মতো স্লোগান দিব।
আমি কর্মী হয়ে স্লোগান দিতে চাই, নেতা হয়ে মঞ্চে বক্তব্য দিতে চাই না। আমি বাংলাদেশকে শকুনদের হাত থেকে রক্ষা করতে চাই। আমি শেখ হাসিনাকে বলতে চাই আপনার উপর আঘাত আসলে এ নারায়ণগঞ্জের নেতাকর্মীরা বসে থাকবে না।
তিনি আরো বলেন, কার লোক কে, আমার বেশি তোমার কম এটা দেখাবেন না। সামনে লড়াই করতে হবে। আর বিভেদ করার সময় নেই, এক হয়ে লড়তে হবে। এলাকায় এলাকায় স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ডাকতে হবে শুধু আওয়ামী লীগ না। সবাই মিছিল নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসের সামনে ব্যাপকভাবে যাবেন। আমি যদি নাও থাকি এ মিটিং হবে। কারণ দেশ বাঁচানোটা প্রথম কাজ।
ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, আপনারা কাকে নিয়ে আমাদের সাথে খেলতে চান? সমস্ত শক্তির সাথে আমরা খেলবো। কোন ধরনের খেলা আপনারা খেলতে চান সেই খেলাই আমরা খেলবো এবং খেলায় আমরাই জিতবো।