এমটি নিউজ২৪ ডেস্ক : বিএনপিকে সারা দেশে না খেলে নারায়াণগঞ্জে খেলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, ‘আপনারা সুযোগ নিতে চান, খেলতে চান। আসুন খেলা হবে। কবে খেলবেন বলেন।
আমরাও খেলতে চাই। আপনারা ধ্বংসের পক্ষে, আমরা খেলব ধ্বংসের বিপক্ষে। আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, আমরা খেলব অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে। ডেট দিন কবে খেলবেন। সারা বাংলাদেশে ঝামেলা করার দরকার কী। আসুন নারায়ণগঞ্জে খেলি। ’
তিনি আরো বলেন, ‘আমার সত্যি খালেদা জিয়ার জন্য কষ্ট লাগে। আমি তাঁর জন্য নামাজ পড়ে দোয়া করি। শেখ হাসিনা বলেছিলেন, মানুষ অসুস্থ হলে সে যদি শত্রুও হয় তার জন্য দোয়া করবে। খালেদা জিয়া অসুস্থ হয়েছেন। আল্লাহ তাঁকে সুস্থ রাখুন। আমি যদি দোয়া করি আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। ’
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে এক সমাবেশে এ কথা বলেন শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, ‘আমাদের রাজনীতি করার কথা ছিল না বঙ্গবন্ধু বেঁচে থাকলে। বঙ্গবন্ধু আর ১৫ বছর পেলে বাংলাদেশ জাপানের মতো উন্নত দেশ থাকত। আপনারা আওয়ামী লীগ, ছাত্রলীগ করেন এটা বলব না। আমি বলব শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের স্বপ্ন না। শেখ হাসিনা আগামী দিনের সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ। ’
মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজিম উদ্দিন প্রধান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ।
সামনে কঠিন সময় আসছে মন্তব্য করে শামীম ওসমান বলেন, ‘ওরা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। ওরা ওদের জায়গায় ঠিক আছে। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বিভক্ত। ’