এমটি নিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আজকে এখানে আপনারা দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে সুন্দর করার জন্য বীজ বিতরণ করছেন। অথচ ঠিক একই সময়ে কিছু সংখ্যক ষড়যন্ত্রকারী বাংলাদেশকে ধ্বংস করার জন্য ধ্বংসের বীজ বপন করছে।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রাইফেল ক্লাবে সামাজিক সংগঠন স্লোগানের আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, জাতির পিতার কন্যার আহ্বানে সবাই যদি এভাবে এগিয়ে আসে তবে এতে সরকারের নয় বরং দেশের উপকার হবে। কৃষিতে স্বনির্ভর হলে দেশ মাথা উঁচু করে দাঁড়াবে।
ফলে দেশের সকল মানুষ উপকৃত হবে। আজকে এখানে উপস্থিত ছোট ছোট শিশুরা আমার হাত থেকে জাতীয় পতাকা নিয়ে গেল, তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সারা পৃথিবীতে এখন অস্থিরতা চলছে। যুদ্ধসহ নানা বৈশ্বিক কারণে পুরো পৃথিবী অস্থির। আমি আপনাদের সকলকে বলব, আপনারা সবাই দোয়া করবেন। এই দেশটা যেন ভালো থাকে, এই দেশের মানুষ ভালো থাকে।
তিনি আরও বলেন, আমরা কে কোন দল করি সেটা বড় কথা নয়। এই দেশটা যদি ভালো না থাকে তবে আমরা কেউই কিন্তু ভালো থাকব না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বার বার একটাই অনুরোধ করছেন, যেন দেশের এক ইঞ্চি জায়গাও খালি না থাকে।
হাঁস-মুরগিসহ কৃষি ক্ষেত্রে উৎপাদনশীল যেকোনো কিছু করার তাগিদ দিচ্ছেন, কেন দিচ্ছেন? বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। বাংলাদেশে যে পরিমাণ রিজার্ভ আছে এবং যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে এর উপর ভিত্তি করে তিনি সংসদে চুলছেঁড়া বিশ্লেষণ করে বক্তব্য দিয়েছেন। উনি সবাইকে কৃষিতে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন যেন আমরা সচেতন হই। আমরা যদি আগে থেকে সচেতন হয়ে পদক্ষেপ নিই তবে সেটা আমাদের জন্যই ভালো হবে।
স্লোগানের কর্ণধার ও সভাপতি শেখ সাফায়েত আলম সানির সভাপতিত্বে ও আতাউর রহমান নান্নুর সঞ্চালনায় বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। এছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, কয়েকজন বীর মুক্তিযোদ্ধাসহ স্লোগান সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।