রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৩:৪৯

হাজার হাজার গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 হাজার হাজার গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ (নারায়ণগগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের চিহ্নিত ডাকাত হাবু ও তার সহযোগিদের গ্রেফতারের দাবিতে গতকাল রোববার দুপুরে মসলন্দপুরসহ পার্শ্ববর্তী সাত গ্রামের কয়েক হাজার জনতা রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ সময় শান্তিরবাজার হতে বারদী আশ্রম রোডে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে ডাকাতদের গ্রেফতারের আশ্বাস দিলে গ্রামবাসী অবরোধ তুলে নেয়।   

মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়া আসন্ন বারদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দিপু, আব্দুল মান্নান মেম্বার, জজ মিয়া মেম্বার, সানাউল্লাহ সানু, শহীদুল্লাহ, মোসলেউদ্দিন প্রধান, রফিকুল ইসলামসহ অন্যন্যরা জানান-  মান্দারপাড়া গ্রামের মৃত আদু চোরার ছেলে ডাকাত সর্দার হাবু ও তার সহযোগি নূর মোহাম্মদ পাগলা, হাসনাত, আবু সাঈদ, নিপু, টিপু, আবু কালাম, শফিকুলসহ তাদের সহযোগি ডাকাতরা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী আড়াহাজার উপজেলার ডাকাতদের সঙ্গে আঁতাত করে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি, ভূমিদস্যুতা, চাঁদাবাজী ও মাদক ব্যবসাসহ যাবতীয় অপকর্ম করে আসছে। গত শুক্রবার বেলা ১১টার দিকে ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় হাবু ডাকাত ও নূর মোহাম্মদ পাগলার এসব কুকর্মে বাধা দেয়ার জের ধরে তারা ধারালো রামদা দিয়ে পার্শ্ববর্তী মসলন্দপুর গ্রামের শফিক ও মনুকে কুপিয়ে মারাত্মক আহত করে এবং ২৫/৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আহত শফিক ও মনু আজো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে ওই ঘটনায় আহত শফিকের ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে শুক্রবার রাতে থানায় একটি মামলা করেন। এতে ডাকাতদল আরো উত্তেজিত হয়ে গত কয়েকদিন যাবত মসলন্দপুর গ্রামের নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে নির্বিচারে হত্যা করার হুমকি দিচ্ছে এবং আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে প্রত্যহ রাতে ১০/১২টি ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে। যার প্রতিবাদে আজ মসলন্দপুর, শান্তিরবাজার, শেখেরচর, গোয়ালপাড়া, পশ্চিমপাড়া, পাইকপাড়াসহ আশপাশের সাত গ্রামের কয়েক হাজার মানুষ ডাকাত সর্দার হাবু ও নূর মোহাম্মদ পাগলাসহ তাদের সহযোগিদের গ্রেফতারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করেছে। অবিলম্বে তাদের গ্রেফতার করা না হলে গ্রামবাসী আরো কঠোর কর্মসূচী পালন করবে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের (পিপিএম) জানান, চিহ্নিত ডাকাতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে