নারায়ণগঞ্জ : রং নাম্বারের সূত্র ধরেই পরিচয়। এরপর পরকীয়া। পরে স্বামী-সংসার ফেলে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও। স্ত্রীর পলায়নে সর্বস্বান্ত প্রবাসী স্বামী।
নারায়ণগঞ্জের ফতুল্লায় জাকারিয়া আল রাজি নামে এক সৌদি আরব প্রবাসী শেষ পর্যন্ত স্ত্রী সানজিদা ইয়াসমিন ইলার বিরুদ্ধে মামলা করেছেন।
ফতুল্লা মডেল থানায় শনিবার দায়ের করা ওই মামলায় আরো আসামি করা হয়েছে পরকীয়া প্রেমিক, প্রেমিকের বোন এবং বাবাকে।
মামলায় উল্লেখ করা হয়, ফতুল্লার পূর্ব আলীগঞ্জ এলাকার জাকারিয়া আল রাজি দীর্ঘ ২০ বছর ধরে সৌদি আরবে চাকরি করে আসছেন। কয়েক বছর পর পর ছুটিতে দেশে আসেন তিনি।
গত ২০১০ সালের ১০ মার্চ ফতুল্লার তল্লা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে সানজিদা ইয়াসমিন ইলাকে বিয়ে করেন জাকারিয়া। পরে আবার বিদেশ চলে যান তিনি। তাদের জান্নাতি ইবনাত মুগ্ধ (৫) নামে একটি মেয়েও রয়েছে।
জাকারিয়া আল রাজি বিদেশে থাকাকালীন চাঁদপুর জেলার উত্তর মতলব থানার দীঘিরপাড় চরঝাও গ্রামের তৌহিদুল ইসলামের সঙ্গে মোবাইলে রং নাম্বারে সানজিদার পরিচয় হয়। পরে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন।
গতকাল শুক্রবার সকালে ২৫ ভরি স্বর্ণালংকার, ছয় লাখ টাকা, এক হাজার সৌদি রিয়াল, ৮০ লাখ টাকা মূল্যের বাড়ির মূল দলিল, বিয়ের কাবিননামা নিয়ে সানজিদা বাড়ি থেকে তৌহিদুলের হাত ধরে পালিয়ে যায়।
তৌহিদুলের বাবা ও বোনের পরামর্শে ইলা ঘর থেকে টাকা পয়সা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করেন বাদী।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনা তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম