শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ১১:১৬:৪৭

আমার হাতে আরো ২-৩ বছর : শামীম ওসমান

আমার হাতে আরো ২-৩ বছর : শামীম ওসমান

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার হাতে আরো ২ থেকে ৩ বছর সময় আছে।  এ এলাকার সব স্কুল-কলেজসহ রাস্তাঘাট করব।
 
তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যু প্রধান সমস্যা।  এসব কিছু দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

শামীম ওসমান বলেন, টিনসেডের পরিবর্তে ভবন করে দেয়ার জন্য বলা হয়েছে।  আশা করছি চলতি বছরের মধ্যে ভবনটা হয়ে যাবে।  

শনিবার বিকেল ৫টায় ফতুল্লার ভূঁইগড় এলাকার হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  এ সময় শিক্ষার্থীদের আয়োজনে নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

স্কুলের শিক্ষার্থীরা শামীম ওসমানের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উপর ফুটওভার ব্রিজ, কম্পিউটার ল্যাব, খেলার মাঠ, এলাকার রাস্তাসহ বিভিন্ন দাবি করলে সব করে দেয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।

হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো.শহীদ বাদল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চাঁন, ইউনিয়নের সদস্য মো. নজরুল ইসলাম, মো. আশাবউদ্দিন সিকদার, মো. মাসুদ মিয়া, নারী সদস্য রাশিদা বেগম, স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিশির কুমার বালাসহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে