নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপি মরণ কামড় দেবে। এই কামড় দেবে তারা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, তারা আন্দোলনের নামে মরণ কামড়ের ষড়যন্ত্র করেছে।
তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়, এখন তাদের একটাই উদ্দেশ্য নির্বাচনকে বন্ধ করে দেওয়া। কারণ তারা জানে তারা নির্বাচনের মাধ্যমে কখনোই ক্ষমতায় আসতে পারবে না। সামনে সময় ভালো না, তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে নগরীর খানপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, সামনে কঠিন সময় আসছে। অনেকে বুঝতেছে না। আঘাত করা হবে। আমাদের তৈরি হতে হবে। দেশের যে কোনো আন্দোলন-সংগ্রামে আমাদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আমাদের পূর্বপুরুষরা যারা আওয়ামী লীগ সৃষ্টি করেছিলেন তাদের মতো করে আমাদেরও লড়তে হবে।
আমেরিকায় আমি একা ছিলাম, তারপরও তাদের প্রতিহত করেছি। আমি বিশ্বাস করি কর্মী যদি সাচ্চা হয় তাহলে শামীম সাচ্চা। নেতারা বেঈমানি করে কিন্তু কর্মীরা কখনো বেঈমানি করে না। কারো কান কথায় না, আমাদের সামনের পরিস্থিতি বিবেচনা করে ত্যাগীদের কমিটিতে জায়গা করে দিতে হবে।
তিনি বলেন, কবে যে দেশটা ওই শকুনদের হাত থেকে রক্ষা পাবে বুঝতে পারছি না। শকুনরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমিকে হ'ত্যা করতে চায়। কীভাবে, যেভাবে জাতির জনককে হত্যা করা হয়েছিল, সেভাবে শেখ হাসিনাকে মারতে চায়। শেখ হাসিনা আমাদের আগামী দিনের স্বপ্ন, তিনি শুধু আওয়ামী লীগের সম্পদ না তিনি বাংলাদেশের আগামী প্রজন্মের সম্পদ।
নিজের ওপর আ'র'ডিএ'ক্স বো' মা হামলার কথা স্মরণ করে শামীম ওসমান বলেন, ২০০১ সালের ১৬ জুন আমার ওপর বো' ম মারা হলো, ২০ জন মানুষ মারা গেল। সংসদে একটি ছবি দেখিয়েছিলাম- খালেদা জিয়া আমাকে বলেছিল তোকে দেখে নেব। এভাবে কাপুরুষের মতো দেখে নেবেন ভাবিনি।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।