শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০২:১১

শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, এ দেশের সম্পদ: শামীম ওসমান

শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, এ দেশের সম্পদ: শামীম ওসমান

এমটিনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সময়টা আমাদের জন্য খারাপ না। সময়টা দেশের জন্য খারাপ। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দিয়েছেন, তাদের দায়িত্ব শেষ। এখন দায়িত্ব আমাদের।

তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জে এমন কোনো এলাকা নেই যেখানে কাজ হয়নি। মানুষ এখানে কাজ দেখতে চায়। সেগুলো আমরা করেছি। তবে তার চেয়ে বেশি মানুষ শান্তি চায়।

মানুষ কিশেরগ্যাং দেখতে চায় না। দুটি টিভিকে বয়কট করা হলো। তাদের আবার রাস্তায় ফেলে পেটানো হলো। তারা আবার গণতন্ত্রের কথা বলে।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘পুলিশকে হাতজোড় করে বলতে চাই আওয়ামী লীগের পুলিশ হওয়ার দরকার নেই। ভালো-মন্দ সব জায়গায় আছে। এই রাস্তাঘাট, পুল, কালভার্ট, এই বিশ্ববিদ্যালয় ব্যবহার করবে কে? যদি আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বলতে চাই কে কোন দল করেন, দেখবেন না। আপনাদের জন্য যেন মানুষ দোয়া করতে পারে যে আমরা শান্তিতে আছি, আপনারা সে ব্যবস্থা করবেন।

আমার পিতার প্রতিচ্ছবি দেখি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মাঝে জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমি নামাজ পড়ে যার যার জন্য দোয়া করি তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী একজন। তাকে নিয়ে দেশের প্রতিটি মানুষ গর্বিত। তিনি মানুষের শান্তির জন্য কাজ করে যাচ্ছেন। দেশনেত্রী শেখ হাসিনার সিপাহসালার আমাদের আস্থার প্রতীক তিনি। আমাদের প্রতিটি মুহূর্ত মূল্যবান। শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা এ দেশের সম্পদ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে