মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ০৮:১৯:৫৯

‘আপনাদের কাছে অনুরোধ, আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন' ; লেখা ছিল নবদম্পতির চিরকুটে

‘আপনাদের কাছে অনুরোধ, আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন' ; লেখা ছিল নবদম্পতির চিরকুটে

এমটিনিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবদম্পতি যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা এক মাস আগে বিয়ে করেছিল।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যের ডাম্পিং জোনের পাশে একটি বালুর মাঠ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম। 
নিহতরা হলেন- মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রুমি (২৬)।

এসআই সালাম বলেন, স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুটি লাশ পড়েছিল। তাদের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা রয়েছে, ‘আসসালামুলাইকুম আপনাদের সমাজের সবার কাছে অনুরোধ, আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন।

স্থানীয়রা জানান, দুপুর থেকেই ওই দম্পতি এলাকায় বালুর মাঠের পাশে ঘোরাফেরা করছিল। নিহত শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। এক মাস আগে রুমির সঙ্গে তার বিয়ে হয় বলে জানান তার ভাই মো. উজ্জ্বল।

তিনি বলেন, ‘আমার ভাই আমার শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিল। দুই পরিবারের কেউই তা মেনে নেয়নি।’

তবে লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে এসআই সালাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলা হবে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে