শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ১০:৪৯:০৫

স্ত্রীর পরকীয়ায় স্বামীর বাধা, দুবাই বসে কিলার ভাড়া করে প্রেমিক

স্ত্রীর পরকীয়ায় স্বামীর বাধা, দুবাই বসে কিলার ভাড়া করে প্রেমিক

নারায়ণগঞ্জ : স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় খুন হলেন স্বামী।  দুবাই বসে কিলার ভাড়া করে স্বামীকে খুন করায় পরকীয়া প্রেমিক।

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা থেকে তার  গলাকাটা লাশ উদ্ধার করা হয়।  আসকর আলী কেরানীগঞ্জের তাত কারখানার কর্মচারী ছিলেন।  কুড়িগ্রাম জেলার রউমারী সুখেরবাতি গ্রামের আসু মিয়ার ছেলে তিনি।

স্ত্রীর পরোকীয়ায় বাধা দেয়ায় ভাড়াটে খুনিরা তাকে গলা কেটে হত্যার পর লাশ বুড়িগঙ্গায় ফেলে দেয়।  ৩০ হাজার টাকা কন্ট্রাক্টে এ হত্যাকাণ্ডে অংশ নেয় ছয় কিলার।

পুলিশের হাতে গ্রেফতারের পর দুই ভাড়াটে খুনি মিনহাজুল ইসলাম ও বাবু ইসলাম আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

শনিবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কেএম মহিউদ্দিন ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, জবানবন্দি গ্রহণ শেষে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই ইকবাল হোসেন বলেন, আসকর আলীর স্ত্রীর সঙ্গে তার গ্রামের বাড়ি এলাকার আলমগীর হোসেন নামে এক যুবকের পরকীয়া ছিল।  এতে আসকর আলী বাধা দেয়।

তিনি বলেন, ৩ মাস আগে আলমগীর দুবাই চলে যায়।  সেখান থেকে মোবাইল ফোনে খুনিদের ভাড়া করে ৩০ হাজার টাকা ও আসকর আলীর ফোন নাম্বার দেয়।

তদন্তকারী কর্মকর্তা বলেন, গত ২৩ ফেব্রুয়ারি রাতে কৌশলে কেরানীগঞ্জ থেকে আসকর আলীকে ফতুল্লার বক্তাবলী ডেকে আনেন খুনিরা।  পরে বুড়িগঙ্গার তীরে নিয়ে বঁটি দিয়ে জবাই করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়।

তিনি বলেন, ২৭ ফেব্রুয়ারি লাশ উদ্ধারের পর নিহতের পরিচয় না পেয়ে এসআই আমির হোসেন বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করেন।

প্রযুক্তির মাধ্যমে খুনের রহস্য উদঘাটন ও দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে