মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা গতকাল শনিবার বিকেলে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার সনমান্দী ইউনিয়নে অলিপুরা-কান্দারগাঁও রাস্তার খালের উপর একটি সেতু এবং মোগরাপাড়া ইউনিয়নে ছোট সাদিপুর হতে চেঙ্গাভিটা করবস্থান সংলগ্ন বলেশ্বর খালের উপর অপর একটি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, সনমান্দী ইউপির স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমজাদ হোসেন, রুহুল আমীন মেম্বার, মহিলা মেম্বার লুৎফা আক্তার, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক মাষ্টার, উপজেলা যুব সংহতি নেতা কাজী লিটু, বুলবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, যুবলীগ নেতা সামছুল আলম দিপু, মোবারক সরকার, সনমান্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নয়ন আহমেদ সবুজ, সাংগঠনিক সম্পাদক রাজু ভূঁইয়া প্রমুখ।
১৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস