মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১০:১২:১৬

'জনগণ আমার বন্ধু, তাই নিরাপত্তার জন্য গানম্যান রাখিনা'

'জনগণ আমার বন্ধু, তাই নিরাপত্তার জন্য গানম্যান রাখিনা'

মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি:  নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, জীবনের নিরাপত্তার জন্য জাতীয় সংসদ সদস্যদের গানম্যান থাকে। কিন্তু আমি গানম্যানের উপর ভরসা করি না। আমার জীবন-মৃত্যুর মালিক আল্লাহ তা’য়ালা। তিনিই আমাকে তার শ্রেষ্ঠ মাখলুকাত মানুষের খেদমত করার জন্য নিযুক্ত করেছেন। আমি তার নির্দেশ পালনের জন্য দিনরাত পরিশ্রম করে প্রিয় সোনারগাঁবাসীর খেদমত করে যাচ্ছি। সোনারগাঁবাসীও আমাকে তাদের বন্ধুরুপে গ্রহণ করে নিয়েছে। কাজেই আমি যখন আল্লাহর বান্দাদের সেবা করছি তখন তিনি অবশ্যই আমাকে শত্রুর হাত থেকে রক্ষা করবেন বলে আমি বিশ্বাস করি। বিগত সময়ে বিএনপি-জামায়াত জোট যখন দেশব্যাপী জালাও-পোড়াও কর্মসূচী পালন করছিল, তখন প্রশাসনের পক্ষ থেকে আমাকে গানম্যান নেয়ার জন্য বারংবার অনুরোধ করা হয়েছে। কিন্তু আমি তাতে সাড়া দেইনি। আমি ভালো কাজের মাধ্যমে চিরকাল আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বরগাঁও হিজলতলা এলাকায় উন্নয়ণ কমিটির মতবিনিময় সভা ও অর্ধশত ব্যক্তির জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।  

স্থানীয় ইউপি মেম্বার ও জাপা নেতা মাইনুদ্দিনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, শিল্পপতি রফিজউদ্দিন ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও সাদিপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আবু হারেছ মাষ্টার, চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম, সিরাজুল ইসলাম, শেখ রুহুল আমীন, সাদিপুর ইউপি মেম্বার ও জাপা নেতা আমির আলী, সাদিপুর ইউপির সাবেক মেম্বার তাজুল ইসলাম তাজু ও আব্দুল হামিদ সিকদার, মহিলা মেম্বার রাশিদা আক্তার, হাজী আব্দুল হাই, হাজী আজিমুদ্দিন, মেম্বার পদপ্রার্থী ডা. অজুফা আক্তার, সাদিপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হেকিমউদ্দিন, শহীদুল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সাবেক মেম্বার তাজুল ইসলাম তাজু, হাজী আব্দুল হাই ও হাজী আজিমুদ্দিনের নেতৃত্বে জাতীয় পার্টিতে নবযোগদানকারীদের উদ্দেশ্যে সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, আমার কর্মীরা হবে সমাজের শ্রেষ্ঠ সন্তান। উন্নয়ণ কমিটির মাধ্যমে তারা সমাজ থেকে মাদক, ইভটিজিং, ভূমিদস্যুতাসহ সকল সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা চালাবে। আমি তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগীতা করে যাব ইনশাআল্লাহ। এ অনুষ্ঠানের পূর্বে বিকেল ৫টায় সাংসদ খোকা সাদিপুর ইউপির ৩নং ওয়ার্ড উন্নয়ণ কমিটির অপর এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।  
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে