সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০৫:২১:৪৭

কদমতলীর পর এবার না.গঞ্জে হেলে পড়েছে ৪ তলা ভবন

কদমতলীর পর এবার না.গঞ্জে হেলে পড়েছে ৪ তলা ভবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজধানীর কদমতলী থানা এলাকার মোহাম্মদবাগের পর এবার নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ পানির ট্যাংক এলাকায় হেলে হেলে পড়েছে একটি চার তলা ভবন।  এ ঘটনায় ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।  সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

দেওভোগ পানির ট্যাংক এলাকার ফিরোজ মিয়ার মালিকানাধীন চার তলা ভবনটি পুরনো।  সোমবার ভোরে হঠাৎ ভবনটি কিছুটা কাত হয়ে পাশের ৫ তলা একটি ভবনের ওপরে হেলে পড়ে।  এ সময় ভবনে থাকা লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ভবনের বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে চলে আসেন।

পরে নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, হেলে পড়া ভবনটি ভবনটি  ঝুঁকিপূর্ণ থাকায় বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।

২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে