শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৭:০৬:১৫

বিয়ের পিঁড়িতে বসা হলো না ফারজানার

 বিয়ের পিঁড়িতে বসা হলো না ফারজানার

নারায়ণগঞ্জ : বয়সের আগেই বিয়ে।  এ জন্য ধরা খেলেন কনের বাবা।  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় বাল্যবিয়ের কবল থেকে মুক্তি পেল ফারজানা ইয়াসমিন রাহী নামে এক স্কুলছাত্রী।

শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়।

এসময় কনের বাবা ইউছুফ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের এসিল্যান্ড (ভূমি) শিলু রায়।

ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ঢাকার মিরপুরের বাসিন্দা নাসির উদ্দিন শিকদারের ছেলে দুবাই প্রবাসী বর কাউসার শিকদার ও তার স্বজনরা বিয়ের অনুষ্ঠানেই আসেননি।  বর কাউসার শিকদারের গ্রামের বাড়ি কুমিল্লায়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায় জানান, কনে ফারজানা ইয়াসমিন রাহীর বয়স প্রমাণের বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি তার পরিবারের লোকজন।  কনের বয়স মাত্র ১৪ বছর।  

তিনি জানান, সে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আইডয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্রী।  এসময় মেয়েটিকে যাতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেয়া না হয় সেজন্য তার পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে।  বিয়ের আয়োজন করায় কনের বাবা ইউছুফ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে