বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০২:২০:৪৬

অবশেষে সংবাদ সম্মেলন করবেন সেলিম ওসমান

অবশেষে সংবাদ সম্মেলন করবেন সেলিম ওসমান

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে উঠবসের ঘটনায় সারাদেশে যখন তোলপাড় শুরু হয়েছে তখন এমন ঘটনার অবসানে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান নিজেই সাংবাদিকদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সারাদেশে যখন সেলিম ওসমানকে দোষারোপ করে সবাই ধিক্কার দিচ্ছেন তখন তার পক্ষে সাফাই গাইতে ব্যবসায়ী সংগঠন সংবাদ সম্মেলন করলেও সাংবাদিকদের তোপের মুখে পরে পণ্ড হয়ে যায়। অবশেষে প্রধান শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় এবার সেলিম ওসমান সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে সেলিম ওসমান সংবাদ সম্মেলন করবেন বলে মুঠোফোন, ইমেইল ও প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা দেয়া হয়েছে। ওই সংবাদ সম্মেলনে সেলিম ওসমান তার অবস্থানের বিষয়ে ব্যাখা করবেন বলে জানা গেছে। তবে সেলিম ওসমান জাতির কাছে ক্ষমা চাইবেন কিনা এটাই অনেকে মনে করছেন। কারণ এরআগে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হানিফ প্রধান শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে সেলিম ওসমান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গত শুক্রবার (১৩ মে) পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নিয়ে যে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে তা নিয়ে বিভিন্ন মহলে জিজ্ঞাসা তৈরি হয়েছে, বিভিন্ন বক্তব্য প্রদান করা হচ্ছে, কোথাও বা আমার বক্তব্য জানতে চাওয়া হচ্ছে। কিন্তু এই পর্যন্ত আমি কোনো আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করিনি। তাই বিষয়টি নিয়ে নানা ধরনের ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে। এ সমস্ত বিষয়গুলো নিয়ে বিশেষ করে প্রকৃত ঘটনার প্রেক্ষাপট কী, কী ঘটেছিল, আমার উদ্দেশ্য কী ছিল এবং ঘটনার পরবর্তী প্রেক্ষাপটে আমার বক্তব্য সকলকে অবহিত করার জন্য এই “সংবাদ সম্মেলন” এর আয়োজন করেছি।

১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে