শুক্রবার, ২৭ মে, ২০১৬, ১১:৫৭:০৮

‘১ কোটি টাকা চেয়েছেন শ্যামল কান্তি’!

‘১ কোটি টাকা চেয়েছেন শ্যামল কান্তি’!

নারায়ণগঞ্জ : লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে এক কোটি টাকা দাবির অভিযোগ করেছেন স্থানীয় এমপি সেলিম ওসমান। তিনি বলেছেন, ‘ঘটনার পর আমি শ্যামল কান্তির চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। ভারতের ভেলুরে পাঠানোর ব্যবস্থা করছিলাম। পকেট খরচের জন্য ২০ হাজার টাকাও দিয়েছি। কিন্তু উনি ফোন করে জানালেন ওনার তিন মেয়ের বিয়ে বাবদ ৩০ লাখ করে ৯০ লাখ ও তাকে আরো ১০ লাখ এ মিলে এক কোটি টাকা দিতে হবে। এ প্রস্তাব পাওয়ার পর থেকেই আমি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।’

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন সেলিম ওসমান। সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী সমাজ, সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী পরিষদ, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থা ও নারী নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ শিক্ষক সমিতি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১৩ মে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দির পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গণপিটুনি দেয়ার পর কান ধরে উঠবস করান সেলিম ওসমান। ওই ঘটনায় দেশজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে।
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে