নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, মানুষকে ভালোবেসে রাজনীতি করতে চাই। যারা সমাজের ও দেশের উন্নয়ন করে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের নিয়ে রাজনীতি করতে চাই।
শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় শামীম ওসমান বলেন, আওয়ামী লীগে যে সব ভালো লোক আছে এমন কোনো কথা নেই। আবার বিএনপিতে যে সব খারাপ লোক আছে এমন কোনো কথা নেই।
তিনি বলেন, যে দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না তাকে নিয়ে কাজ করতে চাই। ফতুল্লায় শত শত কোটি টাকার কাজ করেছি। কিন্তু আমার প্রিয় এলাকা সিদ্ধিরগঞ্জে কোনো কাজ করতে পারছি না। এ এলাকা সিটি কর্পোরেশনের এলাকা।
শামীম ওসমান বলেন, সিটি কর্পোরেশন চারগুণ ট্যাক্স বাড়িয়েছে। কিন্তু সে পরিমাণে কোনো কাজ করেনি। কাজ না করলে উন্নয়ন হবে কি করে?
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপাস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানার অফির্সার ইনচার্জ মু. সরাফত উল্ল্যাহ, সহ-সভাপতি বাবুল আক্তার মোল্লা, প্রচার সম্পাদক তাজিম বাবু, থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, নাজমুল হক খোকা, যুবলীগ নেতা তোফায়েল হোসেন, মোঃ সুমন কাজী, মোঃ ওমর ফারুক, মানিক মাষ্টার ও হুমায়ুন কবির প্রমুখ।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধিএমআর/এসএম