বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ০২:৩৬:৪৯

অবশেষে পাওয়া গেলো, হারিয়ে যাওয়া সেই দুইজনকে

অবশেষে পাওয়া গেলো, হারিয়ে যাওয়া সেই দুইজনকে

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাঙ্কি এলাকার একটি মাদ্রাসা থেকে পালানো দুই ছাত্রকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে ঢাকার দয়াগঞ্জ এলাকা থেকে স্থানীয় লোকজন ওই দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করে। পরে দুপুরে দুইজনকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারের পর দুইজনই জানিয়েছে, এক মাস আগে মাদ্রাসার দুই ব্যক্তির নির্যাতনের কারণেই তারা পালিয়েছিল। এ ঘটনায় ওই দুইজনকে চাকরিচ্যুত করতে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুজ্জামান।

জানা গেছে, শহরের পশ্চিম দেওভাগ পানির ট্যাঙ্কির পেছনে বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন নেদায়ে ইসলাম শায়খ সায়্যিদ মানযূর আহমাদ বোরহানুল উলুম হাফিজিয়া মাদ্রাসার কায়দা বিভাগের দুই ছাত্র মো. জিল্লাল হোসেন (১১) ও মো. রাশেদুজ্জামান রাশেদ (১২) সোমবার সকালে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরে ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় জিডি হয়। নিখোঁজ দুই ছাত্র হলো, ভোলা জেলার চরফ্যাশন থানার গজারিয়া গ্রামের রতন মাঝির ছেলে বর্তমানে ফতুল্লার একতা সড়কে বসবাসরত জিল্লাল হোসেন ও বরিশালের হিজলা থানার কুন্ডারিয়া এলাকার মৃত মো. জসিম চৌকিদারের ছেলে বর্তমানে ফতুল্লার দেওভোগ এলাকায় বসবাসরত রাশেদুজ্জামান।

ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি কামালউদ্দিন জানান, নিখোঁজ দুই ছাত্রকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিকে প্যানেল মেয়র মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া দুইজন ছাত্র জানিয়েছে এক মাস আগে মাদ্রাসার শিক্ষক নোমান ও বাবুর্চি শেখ ফরিদ মিলে তুচ্ছ ঘটনায় মারধর নির্যাতন করে। এরপর থেকেই দুই ছাত্র পালানোর চেষ্টা করেছিল। অবশেষে তারা সোমবার পালিয়ে যায়। এ ঘটনায় দুইজনকে চাকরিচ্যুত করা হয়েছে।-কালের কন্ঠ

৩০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে