সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ০৯:৫৫:০১

বাজি ধরে পাওয়া চিপসের জন্য স্কুলছাত্রকে পানিতে চুবিয়ে হত্যা!

 বাজি ধরে পাওয়া চিপসের জন্য স্কুলছাত্রকে পানিতে চুবিয়ে হত্যা!

নারায়ণগঞ্জ : বাজি ধরে পাওয়া চিপসের জন্য এক স্কুলছাত্রকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে!
এ ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লায়।

নিহত রাফিন (১১) কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
 
সোমবার দুপুরে স্থানীয় বক্তাবলী নৌ-ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাফিনের লাশ উদ্ধার করে।
 
তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  নিহত রাফিন বক্তাবলীর রাজাপুর এলাকার দুবাই প্রবাসী সুলতান মিয়ার ছেলে।
 
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, রোববার বিকেলে ফতুল্লার বক্তাবলী বাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে রাফিন ও ওয়াহিদসহ ৫-৬ জন গোসল করছিল।  এ সময় জলকেলি খেলা নিয়ে রাফিনের সঙ্গে ওয়াহিদ বাজি ধরে।  বাজিতে যে জিতবে তাকে একটি পটেটো চিপস দেয়া হবে।
 
বাজিতে রাফিন জিতলেও ওয়াহিদ তাকে চিপস দেয়নি।  এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ওয়াহিদ উত্তেজিত হয়ে রাফিনকে পানিতে চুবিয়ে ধরে রাখে।

এ সময় রাফিনের দেহ নিথর হয়ে গেলে তাকে পানিতে ফেলে রেখে ওয়াহিদ পালিয়ে যায়।
 
পুলিশ জানায়, ওয়াহিদ রাজাপুর এলাকার নুর ইসলামের ছেলে।  তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 
নিহতের নানা মজিবুর রহমান ওয়াহিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে থানায় লিখিত অভিযোগ করেছেন।
১৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে