নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলা কারখানার শিশু শ্রমিককে পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় এক কর্মকর্তাসহ চারজনকে আসামি করে মামলা করেছে তার পরিবার। এ ঘটনায় অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।
সাগর বর্মণ নামের দশ বছর বয়সী ওই শিশুর বাবা রতন বর্মণ রোববার রাত ১২টার দিকে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। এ কথা জানান সহকারী পুলিশ সুপার ফোরকান সিকদার।
মামলার এজাহারে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
র্যাব ও পুলিশ সূত্র জানায়, সাগর হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।
রূপগঞ্জে সুতা তৈরির একটি কারখানায় ২৪ জুলাই রোববার দুপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগরকে (১০) হত্যা করা হয়।
যাত্রামুড়া এলাকার এখলাছ স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। সাগর ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত বলে তার বাবা জানিয়েছেন। নিহত শিশু সাগর নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর গ্রামের রতন বর্মণের ছেলে।
রোববার রতন বর্মণ জানান, তিনি ও তার ছেলে সাগর দুজনই রূপগঞ্জের এখলাছ স্পিনিং মিলে কাজ করেন। গতকাল দুপুরে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন সাগরের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস প্রবেশ করালে সে অসুস্থ হয়ে পড়ে।
তিনি জানান, এতে তার পেট ফুলে যায়। গুরুতর অবস্থায় তাকে কাঁচপুরের শুভেচ্ছা ক্লিনিকে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান জানান, শিশু সাগরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে তা নিশ্চিত হওয়া গেছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম