নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার প্রধান আসামি ও নাসিক ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার নুর হোসেনের মুক্তির দাবিতে মিছিল করেছে তার কর্মী-সমর্থকরা।
সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নুর হোসেনের ভাই নুরুজ্জামান জজ ও তার ভাতিজা নাসিক ৩নং ওয়ার্ড কমিশনার শাহজালাল বাদলের নের্তৃত্বে অনুষ্ঠিত মিছিলে নুর হোসেনের কয়েকশ' কর্মী-সমর্থক অংশগ্রহণ করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে শুরু হওয়া মিছিলে বিভিন্ন ব্যানার ব্যবহার করা হয়। যার একটিতে লেখা ছিল, ‘যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
সন্ত্রাস জঙ্গীবাদবিরোধী কর্মিসভা সফল হউক। তার সমর্থকরা এ সময় নুর হোসেনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এরপর বিকেলে সিদ্ধিরগঞ্জের হাউজিংস্থ হাজী ফজুলল হক মডেল হাই স্কুল মাঠে নাসিক ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসীবিরোধী সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদল ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরফিুল হক হাছান প্রমূখ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল ও ১ মে তাদের লাশ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় দায়ের করা মামলায় তদন্তকারী সংস্থা ডিবি নূর হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে। নূর হোসেন শুরু থেকে পলাতক থাকলেও গত বছরের জুনে তিনি কলকাতা পুলিশের অভিযানে গ্রেফতার হন।
১১ নভেম্বর ভারত থেকে তাকে বাংলাদেশে আনা হয়। এর মধ্যে মামলার চার্জশিট হওয়ায় তাকে ওই দুটি মামলায় নিয়মিত আদালতে হাজির করা হচ্ছে।
সোমবারও সাত খুনের দুটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এছাড়া নূর হোসেন আগে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
সাত খুনের পর মহানগর আওয়ামী লীগের কমিটি নূর হোসেনকে কমিটি থেকে অব্যাহতি প্রদানে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করেন।
সাত খুনের পর নূর হোসেন ভারতে পালানোর বিষয়ে এমপি শামীম ওসমানের সঙ্গে একটি টেলিফোন কথোপকথন প্রকাশ পায়। যদিও শামীম ওসমান ওই ব্যাপারে সংবাদ সম্মেলন করে তার ব্যাখা দিয়েছিলেন।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম