শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ০৭:৫৭:১৭

স্ত্রীর মৃত্যুর খবরে কারাগারে গলায় ফাঁস লাগালেন স্বামী

স্ত্রীর মৃত্যুর খবরে কারাগারে গলায় ফাঁস লাগালেন স্বামী

নারায়ণগঞ্জ : স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী ইমরান হোসেন।

শনিবার সকাল ১১টায় কারাগারের টয়লেটের ভেতর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
 
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেন।
 
ইমরান সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী কলোনির আব্দুর রহিমের ছেলে।  স্ত্রীকে নির্যাতনের দায়ে  হাজতি হিসেবে কারাগারে ছিলেন তিনি।
 
কারাগারের জেলার আসাদুজ্জামান জানান, ইমরান হোসেন শনিবার সকালে অসুস্থবোধ করেন। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার তেমন কোনো শারীরিক সমস্যা না পাওয়ায় আবার তাকে জেলখানায় নিয়ে আসা হয়।
 
তিনি বলেন, এরপর মাঠে হাজতি গণনার সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অনুমতি নিয়ে টয়লেটে যান ইমরান।  দীর্ঘ সময় টয়লেট থেকে বের না হওয়ায় হাজতিরা দরজা ধাক্কাধাক্কি করেন।  ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা বিষয়টি অফিসে জানায়।
 
আসাদুজ্জামান জানান, পরে অফিস থেকে লোক গিয়ে দরজা ভেঙে তাকে গলায় গামছা বাঁধা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।  পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সূত্র জানায়, শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে লিপির মৃত্যুর সংবাদ ইমরানকে জানানো হয়।  এরপর থেকেই অস্বাভাবিক আচরণ করছিলেন তিনি।
 
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশের সুরতহাল করেছেন।  তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
জানা যায়, ইমরান সাত বছর আগে একই এলাকার ইকবাল হোসেনের মেয়ে লিপিকে বিয়ে করেন। বিয়ের পর তাদের দুইটি কন্যা-সন্তান হয়।
 
এরই মধ্যে ইমরান নেশাগ্রস্ত হয়ে পড়েন।  এতে পারিবারিক অশান্তি বেড়ে যায়।  এ অবস্থায়  ইমরানকে দুই মাস আগে তালাক দেন লিপি।

এতে ক্ষিপ্ত হয়ে ২২ জুলাই ভোরে ঘমুন্ত অবস্থায় শিলপাটা দিয়ে লিপির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে পালিয়ে যান ইমরান।
 
পরে লিপিকে শহরের ৩০০ শয্যা হাসপাতালে নেয়ায় হয়।  অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় লিপির বাবা ইকবাল হোসেন বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।  এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।
 
এদিকে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই লিপির মৃত্যু হয়।  এ খবর তাকে জানানো হলে তা সইতে না পেরে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
৩০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে