সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ০৫:৫১:৩৯

এবার কারাগারে নূর হোসেনের স্ত্রী রুমা

এবার কারাগারে নূর হোসেনের স্ত্রী রুমা

নারায়ণগঞ্জে : নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন আছেন কারাগারে।  এবার স্ত্রী মোসা. রুমা আক্তারকে (৪০) সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

১ আগস্ট সোমবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন দুপুরে দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী এ আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি রাজধানীর রমনা থানায় নূর হোসেন ও তার স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে মামলা করে দুদক।
 
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, দুদকের প্রধান কার্যালয়ের একটি দল সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার নূর হোসেনের বাসা থেকে তার স্ত্রী রুমা আক্তারকে গ্রেফতার করে।

গত বছরের ১৩ ডিসেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর জেল সুপারের মাধ্যমে ১ কোটি ৭৮ লাখ টাকার সম্পদের হিসাব দেখান।

ওই সম্পদ বিবরণীতে তার স্ত্রী রুমা হোসেনকেও একটি বাড়িসহ বেশকিছু সম্পদের মালিক দেখানো হয়।  তাই রুমা হোসেনের নামে উল্লেখ করা সম্পদগুলো সঠিক কি-না তা জানতে গত ২২ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নোটিস পাঠায় দুদকের অনুসন্ধান কর্মকর্তা।

তদন্ত শুরু করেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জুলফিকার আলী।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে