বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ০১:২৫:৪৮

অর্ধশতাধিক গ্রামবাসী আসামি করে পুলিশের মামলা, পুরুষ শূন্য কয়েক গ্রাম

অর্ধশতাধিক গ্রামবাসী আসামি করে পুলিশের মামলা, পুরুষ শূন্য কয়েক গ্রাম

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁ উপজেলায় পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে এক ব্যবসায়ীর মৃত্যুর পরে গণপিটুনিতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় অর্ধশতাধিক গ্রামবাসীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানার এসআই আলামিন তালুকদার বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

এদিকে ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডের রাইজদিয়া গ্রামবাসী ও আশপাশের গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে।

মামলার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পুলিশের ওপর হামলা ও মারধর করে কনস্টেবল আরিফুরকে হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে ও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। মামলার বাদী এসআই আলামিন তালুকদার।

মামলায় গ্রাম পুরুষ শূন্য হওয়ার বিষয়ে ওসি মঞ্জুর কাদের জানান, ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী তাদের দেয়া নাম নিয়ে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা ৬টায় সোনারগাঁ উপজেলার রাইজদিয়া এলাকাতে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে আব্দুল মতিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে আরিফুর রহমান (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। (কনস্টেবল নং ৬০৭)।

পুলিশের দাবি নিহত আব্দুল মতিন একজন মাদক ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালালে দৌঁড়ে গিয়ে পুকুরে ডুবে সেখানে মৃত্যু হয় তার। আব্দুল মতিন পানাম নগরী পুল এলাকাতে একটি পানের দোকানদার জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় একাধিক সূত্র জানায়, মতিন মূলত মাদক সেবন করত।
০৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে