 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লা ইউপির ৫নং ওয়ার্ড সদস্য বাছেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক বাছেদ (৩৫) সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহোযোগী হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, বাছেদ অয়ন ওসমানের অন্যতম সহযোগী। তারা এলাকার অনেক অপরাধ কাজের সঙ্গে জড়িত। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে তারা ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাদের অপরাধের কারণে এলাকার মানুষ ক্ষিপ্ত রয়েছেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাছেদ মেম্বারকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বাছেদ মেম্বারের বিরুদ্ধে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।
স্থানীয় সাবেক এমপির ছেলের সহযোগী হওয়ায় এলাকাবাসী বাছেদের ওপর ক্ষিপ্ত ছিলেন। আওয়ামী লীগের সময় তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                