বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ০২:১১:৪৯

জো'র করে পুরু'ষাঙ্গ কে'টে হিজড়া বানানো হয়!

জো'র করে পুরু'ষাঙ্গ কে'টে হিজড়া বানানো হয়!

দুর্গাপুর (নেত্রকোনা) : প্রকৃতিগতভাবে নারী আর পুরুষের বাইরেও রয়েছে অন্যান্য তৃতীয় লি'ঙ্গের মানুষ। এদের মধ্যে হি'জড়া স'ম্প্রদা'য় অন্যতম। ইদানিং স্বাভাবিক হি'জড়াদের মধ্যে কিছু অস্বাভাবিক আচ'রণের হিজড়ার চরিত্রে অভিনয় করিয়ে জো'ড় করে বানানো হচ্ছে প্রকৃত হিজড়া।

নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার সকালে এমনই এক হিজড়ার আখড়া থেকে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় র'ক্ষা পেল জুয়েল।

এ নিয়ে সরেজ'মিন গিয়ে জানা গেছে, স্থানীয়ভাবে যে সব ছেলেদের মধ্যে একটু মেয়েলিপনা স্বভাব দেখা যায়, তাদের জোর করে পুরু'ষা'ঙ্গ কে'টে হি'জড়া বা'নানো হয়। ওই ছেলেদের হিজড়া বানিয়ে এদের দ্বারা নানা ধরনের অপ'রা'ধমূলক কাজ করিয়ে নিচ্ছে একটি চ'ক্র।

পৌরশহরের চকলে'ঙ্গরা গ্রামে হিজড়াদের সর্দার মনির হোসেন ওরফে পাখি দীর্ঘদিন এ পেশায় থেকে উপজেলার দূরদূরা'ন্ত এলাকা ঘু'রে মেয়েলি স্বভাবের ছেলেদের ফুঁ'সলি'য়ে আখড়ায় নিয়ে আসে। পরে ট্রে'নিং দিয়ে পূর্ণা'ঙ্গরূ'পে তৈরি করে ময়মনসিংহ, ভৈরব ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।

সাংবাদিকদের উপস্থিতি টে'র পেয়ে আখড়া থেকে গা'-ঢাকা দেয় হিজড়া সর্দার পাখিসহ আরও কয়েকজন। পরবর্তীকালে স্থানীয়দের সহা'য়তায় আখড়াতে থাকা কয়েকজন প্রকৃ'ত হিজড়া স্বপ্না, লালু ও করিমনের সঙ্গে কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামের দিনমজুর আকদুল সালামের ছেলে জহিরুল ইসলাম জুয়েলকে উ'দ্ধা'র করা হয়।

জুয়েল বিগত ৩ বছর ধ'রে হিজড়া সর্দার পাখির পাল্লায় পড়ে বাড়ি ছে'ড়ে চলে আসে। তার মাথার চুল রাখা হয় মেয়েদের মতো, তাকে নানাভাবে ট্রে'নিং দিয়ে তার নাম পাল্টে জুয়েলের পরিবর্তে রাখা হয়েছে জুলেখা। পরবর্তীকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রেস ক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকনসহ অন্য সাংবাদিকদের সহায়তায় মো. জহিরুল ইসলাম জুয়েলকে তার বাবা-মায়ের হাতে তু'লে দেয়া হয়।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি বলেন, এ ধরনের একটি চ'ক্র দীর্ঘদিন এলাকার বিভিন্ন স্থানে এই অ'পক'র্ম চা'লিয়ে যাচ্ছে। পুলিশ ও সাংবাদিকদের প্রচে'ষ্টায় উ'দ্ধা'র হল জুয়েল। সমাজে এ ধরনের অ'পরা'ধমূলক কাজ নি'র্মূ'লে সহায়তা করতে সমাজের সব ধরনের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে