নেত্রকোনা থেকে : নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের পাশে গোমাই নদীতে যাত্রাবাহী ট্রলার ও বালুভর্তি ষ্টীলবডি নৌকার সং'ঘ'র্ষে ঘ'টনাস্থ'লেই যাত্রীবাহী ট্রলারডু'বির ঘ'টনা ঘ'টেছে। এতে ৩ শিশুসহ ১১ জনের ম'রদেহ উ'দ্ধা'র করা হলেও এখনও নিখোঁ'জ রয়েছেন ২৪ জন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রাজনগর হলদিয়া এলাকায় এ ট্রলারডু'বির ঘ'টনা ঘ'টে।
তাৎ'ক্ষ'ণিকভাবে হ'তাহ'তদের পরিচয় জানা যায়নি। বড়খাপন ইউনিয়নের চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান এ ত'থ্য নি'শ্চি'ত করেছেন। তিনি জানান, ৩৫ যাত্রী নিয়ে নৌকাটি ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে নেত্রকোনার ঠাকুরাকোণায় যাচ্ছিল। বেলা ১১টার দিকে উপজেলার রাজনগর এলাকায় হলদিয়া খালে বালুবাহী ষ্টী'লব'ডি নৌকার সঙ্গে সং'ঘ'র্ষ ঘ'টলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
ঘ'টনার পরই স্থানীয়রা ১১ জনের ম'রদেহ উ'দ্ধা'র করেছেন। এখনও নিখোঁ'জ রয়েছেন ২৪ জন। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা এ তথ্য নি'শ্চিত করে জানান, ঘ'টনার পরই স্থানীয়রা ১১ জনের ম'রদেহ উ'দ্ধার করেছেন। এখনও নিখোঁ'জ রয়েছেন অনেকেই। জেলা ফায়ার সাভিসের ডু'বুরি দলকে খবর দেয়া হয়েছে।