বাংলাদেশে গরু ছাগলের নাম রাখা শুরু হয়েছে বড় বড় তারকাদের নামানুসারে। কেউ তার আদরের গরুটির নাম রাখছেন নেইমার, কেউ রাখছেন মেসি আবার কেউবা হিরো আলম। খোঁজ মিলেছে এমনই এক মালিকের যিনি তার প্রিয় ষাঁড়টির নাম রেখেছেন মেসি।
চার বছর বয়সের ষাঁড়ের উচ্চতা ২৭ ইঞ্চি, লম্বা ২৪ ইঞ্চি। দেখতে খর্বাকৃতির হলেও ছুটে চলেন ক্ষিপ্র গতিতে। মালিক আর্জেন্টাইন সমর্থক তাই আদরের ষাড়টির নাম রেখেছেন 'মেসি'। ৩৭ কেজি ওজনের ছোট্ট ষাঁড়টি দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের কয়েক গ্রামের মানুষ।
আর এই মেসির দামও উঠেছে চার লাখ টাকা। কিন্তু এখনই মেসিকে ছাড়ছেন না তার মালিক। মূল্য ১০ থেকে ১২ লাখ হলে হয়তো ছেড়ে দেবেন তার শখের মেসিকে। মালিকের দাবি, চার বছর বয়সের এটাই দেশের সবচেয়ে ছোট ষাঁড়।
প্রাপ্ত তথ্যে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের আজিজুর রহমান। পেশায় সরকারি চাকরিজীবী। পাশাপাশি পশুপাখি পালনের প্রতি আগ্রহ রয়েছে তার। তাই বছর খানেক আগে শখের বশে ৩ বছর বয়সের ষাঁড়টি কিনে আনেন। ক্ষিপ্র গতির বলে নাম রাখেন ‘মেসি’। স্থানীয় উপজেলা প্রাণি সম্পদ অধিদফতরের মেলায় মেসির নাম ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।