নেত্রকোনা থেকে : রাত তখন প্রায় ১২টা। পাশের জঙ্গল থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। এগিয়ে যায় স্থানীয় লোকজন। সেখানে পড়ে ছিল এক নবজাতক। ঠাণ্ডায় নীল হয়ে গেছে সদ্যঃপ্রসূত শিশুটি। তার কান্নায়ই মধ্যরাতে ভারী হয়ে উঠেছিল জঙ্গল। তারপর পুলিশে খবর দেয় স্থানীয়রা।
রাত সাড়ে ১২টায় এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। নেত্রকোনা পৌরসভার নাগড়া সওদাগরপাড়ার একটি জঙ্গল থেকে রবিবার দিবাগত রাতে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এখন ওই নবজাতক (ছেলে) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের স্পেশাল কেয়ার অব নিউনেটাল ইউনিটে (স্ক্যানো) চিকিৎসাধীন।
উদ্ধারের পরবর্তী অবস্থা থেকে বর্তমানে নবজাতকের শারীরিক অবস্থা অনেক ভালো বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে খবর ছড়িয়ে পড়ায় নবজাতককে দত্তক নিতে অনেকেই থানায় ভিড় করছেন। পুলিশ জানায়, মধ্যরাতে সওদাগরপাড়ার একটি জঙ্গল থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়।