বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৯:১০

ট্রেন চালকের দক্ষতায় বেঁচে গেল শতশত প্রাণ

ট্রেন চালকের দক্ষতায় বেঁচে গেল শতশত প্রাণ

এমটিনিউজ২৪ ডেস্ক : নেত্রকোনার পূর্বধলায় বলাকা কমিউটার ট্রেন চালকের দক্ষতায় বেঁচে গেল শতশত যাত্রীর প্রাণ। যান্ত্রিক গোলযোগের কারণে চলন্ত অবস্থায় ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় দিকে জারিয়া আনসার ক্যাম্প সংলগ্ন এই ঘটনাটি ঘটে।

ইঞ্জিন গোলযোগের বিষয়টি ট্রেন চালক কৃষ্ণ কুমার রায়ের অনুমান করতে পেরে দক্ষতার সাথে ট্রেনটিকে ব্রেক ধরলে তাড়াহুড়ো করে ট্রেনে থাকা যাত্রীরা কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই নিরাপদে নেমে যান।

পরে ট্রেনের চালক, যাত্রী ও স্থানীয় লোকজন ৪০ মিনিট চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে পুড়ে গেছে ইঞ্জিনের বেশ কিছু অংশ। পরে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে জারিয়া-ময়মনসিংহ লোকাল ট্রেনের ইঞ্জিন এসে বিকল ইঞ্জিন ও বলাকা কম্পিউটারে যাত্রীসহ বগি নিয়ে যায়।

এই ঘটনায় ২ ঘন্টা ময়মনসিংহ-জারিয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকার পর এখন ট্রেন চলাচলা স্বাভাবিক রয়েছে। দক্ষতায় জন্যে যাত্রী ও স্থানীয়দের প্রশংসা কুড়োয় ট্রেন চালক কৃষ্ণ কুমার রায়।

পূর্বধলা স্টেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বুকিং সহকারি আব্দুল মুমেন জানান, বলকা কমিউটার ট্রেন জারিয়া স্টেশনে যাওয়ার পূর্বেই ইঞ্জিনে আগুন ধরে বিকল হয়ে যায়। ট্রেন চালক কৃষ্ণ কুমার রায় বলেন, ট্রেনটি জারিয়া-আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে য়ায়। বিষয়টি আন্দাজ করতে পেরে ট্রেনটি ধীরে ধীরে থামিয়ে দেই। এরপর যাত্রী ও স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে