রবিবার, ১১ মে, ২০২৫, ০৬:৩৯:০৪

আ.লীগ নিষিদ্ধে গরু জবাই করে বিরিয়ানি খাওয়ালেন রফিকুল ইসলাম মাদানী

আ.লীগ নিষিদ্ধে গরু জবাই করে বিরিয়ানি খাওয়ালেন রফিকুল ইসলাম মাদানী

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় নিজের ঘোষণা অনুযায়ী গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়াচ্ছেন ‌ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

রোববার (১১ মে) বিকেল ৩টার দিকে নিজ এলাকা নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার সামনে গরু জবাই করা হয়।

এসময় ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের বিচার করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে