এমটিনিউজ২৪ ডেস্ক : নেত্রকোনায় পুকুর ও খালে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) কেন্দুয়া ও মোহনগঞ্জ উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো জেলার কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামের আলম মিয়ার মেয়ে মাহমুদা নূর (৮) ও মোহনগঞ্জ পৌরসভার সাতুর এলাকার সিরাজ মিয়ার মেয়ে তানিয়া জাহান (৯)। মাহমুদা স্থানীয় মাসকা ইকরা বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও তানিয়া জাহান মদিনাতুল উলুম মহিলা মাদরাসার চতুর্থ শ্রেণিতে পড়তো।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তানিয়ার মৃত্যুর বিষয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া বুধবার (২১ মে) পরিবারের সঙ্গে মোহনগঞ্জ পৌরসভার কাজিরহাটি এলাকায় মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়। গতকাল বিকেলে সে নুসরাত ও বৃষ্টিকে নিয়ে পাশের সাপমারা খালের ধারে ঘুরতে যায়।
সেখানে তিনজন খালের পানিতে গোসলে নামে। একপর্যায়ে পানির স্রোতে তানিয়া তলিয়ে যায়। সহপাঠীরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা তানিয়ার মরদেহ উদ্ধার করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।