সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ১১:২৮:৫২

টঙ্গী থেকে গ্রেফতার নেত্রকোনা জেলা আ. লীগের সহসভাপতি

টঙ্গী থেকে গ্রেফতার নেত্রকোনা জেলা আ. লীগের সহসভাপতি

এমটিনিউজ২৪ ডেস্ক : নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। তার বিরুদ্ধে নেত্রকোনায় ৭-৮ নাশকতার মামলা রয়েছে।

রোববার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর জেলার টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। নেত্রকোনা মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ জুন নেত্রকোনা শহরে প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। এতে অংশগ্রহণ করেন আরও ১০-১২ জন দলীয় নেতাকর্মী। এ ঘটনার পর থেকে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রশান্ত রায়ের বিরুদ্ধে থানায় ৭ থেকে ৮টি নাশকতার মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার (৭ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে