শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১১:৫৮:৩৯

দুর্ঘটনায় বিয়ের বাস, ১ জনের মৃত্যু

দুর্ঘটনায় বিয়ের বাস, ১ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস উল্টে কবির মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও  ১২ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মিলন মুন্সি (৭০) নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বরযাত্রী সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার মুন্সিপুর গ্রাম থেকে দুটি বাস ও একটি মাইক্রো যোগে বরযাত্রী নিয়ে সদর উপজেলার চুচুয়া গ্রামে যাচ্ছিলেন বর মোক্তাল হোসেন। বরযাত্রী নিয়ে যাওয়া দ্বিতীয় বাসটি কনের বাড়ির কাছাকাছি এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। দু/তিনটি ডিগবাজি দিয়ে খাদে পড়লে বাসের নিচে চাপা পড়েন দুজন। স্থানীয়সহ অন্য যাত্রীরা ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে নেত্রকোনা হাসপাতালে নিলে কবির মিয়া নামে বরের মামাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এছাড়াও বরের তালই মিলন মুন্সিকে (৭০) ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে খালি সড়কে কেন উল্টে গেল বাস এটি তদন্ত করে বাসের চালককে জিজ্ঞাসাবাদ করার দাবি আহতদের।

আহত বরের তালই মো. রহিম উদ্দিন জানান, সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া বনগাঁও গ্রামে তারা বরযাত্রী হয়ে আসছিলেন। বর আটপাড়া উপজেলার শুনুই ইউনিয়নের মোক্তাল হোসেন যাচ্ছিলেন মাইক্রোবাসে। প্রায় ১০০ জনের ওপরে বরযাত্রী যাচ্ছিলেন দুটি বাসে। কনের বাড়ির কাছে পৌঁছাতেই পেছনের বাসটি খালি সড়কে কয়েকটি ডিগবাজি খায়। কোনো কারণ ছিল না। পুরো ফাঁকা সড়ক। তারপরও বাসটি খাদে পড়ে যায়। এতে বেয়াই কবির মিয়া ও তালই মিলন মুন্সি নিচে পড়ে যান। 

এছাড়া অন্য যারা আহত তারা নিজেরাই উঠে হাসপাতালে আসতে থাকেন। পরে দুজনকে নিয়ে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত কবির মিয়া আটপাড়া উপজেলার লুনেস্বর ইউনিয়নের কাওপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে