রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ০২:০৬:৩৯

নেত্রকোনায় হঠাৎ পেঁয়াজের কেজি কত হলো জানেন?

নেত্রকোনায় হঠাৎ পেঁয়াজের কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়ার বিভিন্ন বাজারে হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। বাড়ছে বিভিন্ন ধরনের সবজির দামও। এতে সাধারণ ক্রেতারা ক্ষুব্ধ। 

সরেজমিনে গতকাল শনিবার (১৫ নভেম্বর) কেন্দুয়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় খুচরা পর্যায়ে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

এ সময় ক্রেতা ও বিক্রেতারা জানান, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। একই অবস্থা সবজির বাজারেও। 

কেন্দুয়া বাজারের পেঁয়াজ বিক্রেতা নজরুল ইসলাম বলেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় এর প্রভাব খুচরা পর্যায়েও পড়েছে। সরবরাহ না বাড়লে সামনে বাজার আরো অস্থির হওয়ার আশঙ্কা রয়েছে। আর আড়তদারা বলছেন মজুত শেষ হয়ে যাওয়ার কথা। 

পেঁয়াজের আড়তদার জুয়েল খন্দকারের দাবি, দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে, নতুন করে আমদানি না হওয়ায় কিছুটা সংকট দেখা দিয়েছে, যার প্রভাবে দাম বাড়ছে। 

তবে এসব অভিযোগ মানতে নারাজ ক্রেতারা। সোহেল আহমেদ নামের এক ক্রেতা  বলেন, রান্নায় পেঁয়াজ প্রতিদিনই প্রয়োজন হয়।

এই গুরুত্বপূর্ণ পণ্যটির দাম নিয়ে প্রায়ই বাজারে অস্থিরতা সৃষ্টি করে কিছু অসাধু ব্যবসায়ী। এবারও তাই হচ্ছে বাজারে। হঠাৎ করে দাম এত বেড়ে গেছে যে, এক কেজির জায়গায় দুই কেজি পেঁয়াজ কিনতে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে।
এদিকে, বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করলেও ওঠানামা করছে দাম। সপ্তাহের  ব্যবধানে হাতেগোনা কয়েকটি শাক-সবজির দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে অন্যান্যগুলোর দাম।

বিক্রেতারা বলছেন, সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে শিম, বেগুন, টমেটো, শসা, করোলাসহ কয়েকটি সবজির দাম।
ক্রেতারা বলছেন, শীতকালীন সবজির দাম আরো কম হওয়া উচিত। কেন্দুয়া বাজারে সবজি কিনতে আসা আরিফ মিয়া বলেন, শীতকালীন সবজি বাজারে চলে এসেছে অনেক আগেই। তবু সবজির দাম নাগালে আসছে না। বাজার তদারকি বাড়াতে হবে বলেও মনে করেন এই ক্রেতা। 

এব্যাপারে কেন্দুয়া বাজার কমিটির ব্যবসায়ী নেতা মো. লাইমুন হোসেন ভূঁঞা বলেন, বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত থাকলেও শিম, শসা,করোলার দাম একটু বেশি। দাম বাড়া প্রসঙ্গে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজি হতে পারে। তবে আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি। এসময় হাতেনাতে কোনো কারসাজি ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে