নোয়াখালী থেকে : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর গ্রামের বাড়িতে গভীর রাতে আঙুর ফল দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে এক যুবক। তার নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি ফেনীর দাগনভুঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের আবদুল ওহাবের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে অভিযুক্ত যুবক অটোরিকশায় করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর গ্রামের বাড়ির প্রধান ফটকে হাজির হন। তার সঙ্গে ছিল দেড় কেজি সবুজ আঙুর। তিনি সেখানে কর্তব্যরত পুলিশকে আঙুরের প্যাকেটটি মন্ত্রীর বাড়ির ভেতরে পৌঁছে দেওয়ার অনুরোধ করলে পুলিশ বিষয়টি দায়িত্বরত এক কর্মকর্তাকে অবগত করেন।
ওই কর্মকর্তা তখনই যুবককে আটকের নির্দেশ দিলে তাকে আটক করে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে দাগনভুঞা থেকে এক ব্যক্তি তাকে কিছু টাকা ও আঙুরের প্যাকেটটি দিয়ে মন্ত্রীর গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। আটক যুবক উপজেলা বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের সক্রিয় সদস্য।
মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বিষয়টি আসলে কি তা বুঝতে পারছি না। ফেনীর দাগনভুঞা থেকে এক ব্যক্তি আঙুর ফলসহ ওই যুবককে পাঠিয়েছে বলে জেনেছি।'
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি বলেন, 'বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে।'
১১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস