নিউজ ডেস্ক: সিলেটে বোমা বিস্ফোরণে নিহত পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম সোহেলের দাফন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৯টায় নোয়াখালী সদর উপজেলার মন্নান নগর মডেল একাডেমি মাঠে নিহতের শেষ জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় এক মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন সবাই।
জানাজায় নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমানডেন্ট মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন অংশ নেন। পরে পূর্ব এওজবালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
রবিবার রাত ১১টার দিকে মনিরুল ইসলাম সোহেলের মরদেহ নোয়াখালীর সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামে তার নিজ বাড়িতে এসে পৌঁছায়। সিলেটে দুইটি জানাজা শেষে অ্যাম্বুলেন্সযোগে পুলিশ তার মরদেহ নিয়ে আসে। এ সময় তার স্বজনরা ছাড়াও এলাকার শতশত মানুষ প্রিয় মানুষটিকে শেষ বারের মতো দেখতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।
২৭ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস