বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০৮:০৫:১৯

কল ডাইভার্ট করে ব্যাংক থেকে ১৮ লাখ টাকা উত্তোলন

কল ডাইভার্ট করে ব্যাংক থেকে ১৮ লাখ টাকা উত্তোলন

নোয়াখালী : কল ডাইভার্ট করে ব্যাংক থেকে এক গ্রাহকের ১৮ লাখ টাকা উত্তোলন করেছে প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর মাইজদী ইউসিবি ব্যাংকে (ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক)। ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগে ভাই-বোনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের ল-ইয়ার্স কলোনি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন মাইজদীর ল-ইয়ার্স কলোনির বাসিন্দা ফয়সাল আহম্মদের স্ত্রী তাহমিনা সুলতানা (২৪), তাহমিনার ছোট ভাই ও গিয়াস উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন রাহাত (১৯), রাহাতের বন্ধু ও একই এলাকার মহিবুর হকের ছেলে ফাহিমুল হক জিসান (১৮) ও ফয়েজ উদ্দিন মাহমুদের ছেলে রাব্বি (১৮)। ব্যাংক অ্যাকাউন্ট মালিক শারমীন আহম্মেদ জানান, তার আপন ছোট ভাইয়ের স্ত্রী তাহমিনা সুলতানা আত্মীয়তার সূত্রে প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন। সে সুবাদে তাদের পারিবারিক অনেক বিষয় তাহমিনার জানা ছিল। তিনি জানান, এ সুযোগে কোনো এক সময় তাহমিনা তার ব্যাংক অ্যাকাউন্টের চেক বইয়ের দুইটি চেক ছিঁড়ে নিয়ে যান। তাহমিনা শারমীনের মোবাইল নম্বরটি তার নম্বরে ডাইভার্ট করে নেন। পরে শারমীন তার মোবাইল নম্বর ডাইভার্টের বিষয়টি স্বামী মো. আকবর হোসেনকে জানালে তিনি ডাইভার্ট বন্ধ করে দেন। শারমীন আহম্মেদ জানান, এ সময় ওই নম্বরে একটি মেসেজ আসে তার অ্যাকাউন্ট থেকে ১৮ লাখ টাকা ক্যাশ আউট করা হয়েছে। বিষয়টি দ্রুত ব্যাংক ম্যানেজারকে জানালে তিনি বলেন, আপনার ছোট ভাই আজ দুপুরে ১৮ লাখ টাকার একটি চেক নিয়ে এসেছিল। পরে আমরা আপনাকে ফোন দিলে আপনিই বলেছেন অসুস্থ অবস্থায় ঢাকায় আছেন। চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আপনার টাকা প্রয়োজন। ১৮ লাখ টাকা আপনার ভাইয়ের কাছে দিয়ে দিতে বলেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযান চালিয়ে ১৭ লাখ ৪৫ হাজার টাকাসহ চার প্রতারককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে