নোয়াখালী : স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘রোহিঙ্গাদের নিয়ে নোয়াখালীবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোহিঙ্গাদের ওপর প্রশাসনের শক্ত নজরদারি থাকবে।’
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর ভাষানচর পরিদর্শন ও শরণার্থী প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি কথাগুলো বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ভাষানচরে আনা হবে। এর আগে ভাষানচরকে বসবাসের উপযোগী করবে নৌ-বাহিনী। সব কিছু এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। তবে আমাদের চেষ্টা থাকবে, এখানে আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা।’
এসময় আরও উপস্থিত ছিলেন- র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. মনির-উজ-জামান, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস