‘কোনো চক্রান্তই সফল হবে না’
নোয়াখালী : বিএনপিকে ধ্বংস করার কোনো চক্রান্তই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। তিনি বলেছেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে সরকার।
রোববার দুপুরে নোয়াখালীতে দলের চার নেতাকর্মীকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত ওই বিবৃতিতে মো. শাহজাহান বলেন, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও নোয়াখালী সদর উপজেলা যুবদল সভাপতি মো. জসিম উদ্দিনসহ চার নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার রাতে গ্রেফতার করে।
বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত কোনোক্রমেই ফলপ্রসূ হবে না। গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে দিয়ে এক ব্যক্তির শাসন কায়েম করতেই গ্রেফতার অভিযানের ধারাবাহিকতায় জসিম উদ্দিনসহ চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�