শুক্রবার, ০৩ নভেম্বর, ২০১৭, ০৯:২২:১১

বিএনপি না আসলে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না : জয়নাল হাজারী

 বিএনপি না আসলে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না : জয়নাল হাজারী

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা প্রসঙ্গে সাবেক সাংসদ সদস্য জয়নাল হাজারী শুক্রবার ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মূহূর্তে বিএনপিকে নির্বাচনে আনার জন্যে তাদের সাথে এই আচরণ করা যায় না।

তাদের সাথে এ ধরণের আচরণ করলে তারা নির্বাচনে আসবে না। তারা নির্বাচনে না এলে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আগামী নির্বাচনকে আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য করার জন্য আমাদেরকে সেভাবে আচরণ করতে হবে। সুতরাং এটা দেশ ও দলের জন্য ক্ষতিকর হয়েছে তাতে কোনো সন্দেহ নাই।

তিনি বলেন, বিএনপির গাড়িবহরে হামলার ছবি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি কেন এটা আমার প্রশ্ন।

তিনি আরো বলেন, এতো তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ হামলাকারীদের খুঁজে পাচ্ছে না, এটা খুবই উদ্বেগজনক।

পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ফেসবুক লাইভে একটি দীর্ঘ ভাষণ দেন আওয়ামী লীগেরে এই সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী।

জয়নাল হাজারী ভাষণে দেশের রাজনীতি ও স্থানীয় পর্যায়ের চিত্র, বেগম জিয়ার গাড়িবহরে হামলা এবং নিজাম হাজারী সম্পর্কেও কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে