‘তাতে কোনো কাজ হয়নি খালেদার’
নোয়াখালী প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে থেকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রোববার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে গিয়ে তারেককে নিয়ে অনেক কূটনীতিকদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। একসময় হাসিনার অধীনে নির্বাচন না করার কথা বলেছিলেন, কিন্তু এখন তিনি নিবার্চন করছেন।
তিনি বলেন, নির্বাচনের মাঠে থেকে আপনার জনপ্রিয়তা যাচাই করুন।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। তাই এবার থেকে আমরাও দলীয়ভাবে করছি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আ ন ম সেলিম।
৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�