বুধবার, ০৯ জানুয়ারী, ২০১৯, ০৯:০৩:৩০

সব কথা বলে দিল সুবর্ণচরের দুই ধর্ষক

 সব কথা বলে দিল সুবর্ণচরের দুই ধর্ষক

 নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভোটের রাতে দলবেঁধে নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত এজাহারভুক্ত আরও দুই আসামি সোহেল ও জসিম আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

বুধবার বিকেলে নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নবনিতা গুহের কাছে তারা এ জবানবন্দি দেয়। তাদের দেয়া জবানবন্দি রেকর্ড করেন আদালত।

এর আগে এজাহারভুক্ত দুই আসামি আবুল হোসেন ও ছালা উদ্দিন আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছিল। এ নিয়ে চারজন অপরাধ স্বীকার করে জবানবন্দি দিল।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আবুল আবুল খায়ের বলেন, রিমান্ডের তৃতীয় দিনে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সোহেল ও জসিম নিজেদের দোষ স্বীকার করেছে। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নবনিতা গুহের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। এর আগে গত সোমবার মামলার অপর দুই আসামি আবুল হোসেন ও ছালা উদ্দিন ১৬৪ ধারায় একই বিচারিক হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এ মামলায় এখন পর্যন্ত ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সাতজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম নবনিতা গুহ। এরই মধ্যে আবুল হোসেন ও ছালা উদ্দিন রিমান্ডের আগেই দোষ স্বীকার আদালতে জবানবন্দি দেয়। রিমান্ডে নেয়ার পর ঘটনার বিস্তারিত বর্ণনা দেয় তারা। মামলার অপর আসামি মুরাদের সাতদিনের রিমান্ড শুনানি হবে আগামীকাল বৃহস্পতিবার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে