বিএনপির বৈঠকে গুলি
নোয়াখালী প্রতিনিধি : জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থীর বৈঠকে হামলা ও গুলিবর্ষণের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপি ও ছাত্রদলের তিন কর্মী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয় নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার উঠোন বৈঠকে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতরা হলেন বিএনপি ও ছাত্রদলকর্মী শাওন, খোকন ও ভুট্ট।
স্থানীয়রা জানান, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপির মেয়র প্রার্থী জহির উদ্দিন হারুন বিকেলে নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠকের আয়োজন করেন। নির্দিষ্ট সময়ে বৈঠক শুরু হয়। সন্ধ্যায় বৈঠক চলাকালে একদল মুখোশধারী দুর্বৃত্ত সেখানে হামলা চালায়।
মেয়র প্রার্থী জহির উদ্দিন হারুন গণমাধ্যমকে জানান, মুখোশধারীরা তার বৈঠক লক্ষ্য করে প্রথমে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এরপর বৈঠকস্থলে এসে দলীয়কর্মী শাওন, খোকন ও ভুট্টকে কুপিয়ে জখম করে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বৈঠকে গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�