‘ফয়সলকে নোটিস, বিবি জয়নবকে সতর্ক’
নোয়াখালী : পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের এক মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস এবং দুই কাউন্সিলর প্রার্থীকে সতর্ক করেছে জেলা নির্বাচন কমিশন। ঘটনাটি জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি গাড়িতে একাধিক মাইক ব্যবহার ও দেয়ালে পোস্টার লাগিয়ে প্রচারণার অপরাধে আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেন ফয়সলকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দেলু ও বিবি জয়নবকে সতর্ক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন। তিনি জানান, মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সলকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। ভবিষ্যতে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলারও আহবান জানানো হয়েছে।
১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�